মুজাফ্ফরপুর, 18 জুন : চলছিল শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক । কিন্তু, মন্ত্রীর মন পড়েছিল ম্যানচেস্টারে। সেখানে ম্যাচ চলছিল ভারত পাকিস্তানের । হঠাৎ বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রশ্ন করলেন, 'কটা উইকেট পড়ল ?' মন্ত্রীর প্রশ্ন হকচকিয়ে গেছিল সাংবাদিকরাও ।যদিও কিছুক্ষণের মধ্যেই আসলটি বুঝতে পেরে উত্তরও দেন তাঁরা । কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে । দাবানলের মতো মন্ত্রীর প্রশ্ন ছড়িয়ে গেছে । আর যা ঘিরে রীতিমতো টোলড স্বাস্থ্যমন্ত্রী ।
দুই সপ্তাহে মুজাফ্ফরপুরে এনসেফ্যালাইটিস আক্রান্ত 100 বেশি শিশু মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন । ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আশ্বিনীকুমার চৌবে ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে । বৈঠকে আলোচিত হচ্ছিল কী কী পদক্ষেপ করা হলে এই সব সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না ।
এই সংক্রান্ত আরও পড়ুন : 24 ঘণ্টায় আরও 20 শিশুর মৃত্যু, বিহারে এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে 93