দিল্লি, 24 জুন : 20 বছর আগে আজকের দিনে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান টাইগার হিলের উপর থাকা পাকিস্তানি সেনার ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল । বিমানের পাইলট রঘুনাথ নমবিয়ার সেই আঘাত হানতে ব্যবহার করেছিলেন লেজ়ার প্রযুক্তি । সেটি ছিল যুদ্ধক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার তরফে প্রথম লেজ়ার প্রযুক্তির প্রয়োগ ।
বর্তমানে এয়ার মার্শাল রঘুনাথ নমবিয়ার ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্বে আছেন । তিনি জানান, লেজ়ার লাইটিং পড এবং 1000 পাউন্ড লেজ়ার পরিচালিত বোমা একত্রিত করতে বারো দিন সময় লাগে । তা করা হয়েছিল ইজ়রায়েলের সাহায্যে ।
কারগিল যুদ্ধের দু'বছর আগে ইজ়রায়েলের সঙ্গে লেজ়ার প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি সই করে প্রতিরক্ষা মন্ত্রক । মোট ২০টি বিমানে এই প্রযুক্তি ব্যবহারের কথা ছিল । তবে এই প্রযুক্তির জন্য অ্যামেরিকার কাছ থেকে বিশেষ ফিউজ় কেনার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের । তবে 1998 সালে পোখরানে পরমাণু পরীক্ষার জেরে অ্যামেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে । সেই কারণে অ্যামেরিকা থেকে ফিউজ়গুলি ভারত পায়নি ।