ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইজ়রায়েলের লেজ়ার প্রযুক্তি কার্গিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল - tiger hill

20 বছর আগে আজকের দিনে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান টাইগার হিলের উপর থাকা পাকিস্তানি সেনার ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল । সেটি ছিল যুদ্ধক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার তরফে প্রথম লেজ়ার প্রযুক্তির প্রয়োগ ।

ইজ়রায়েলের লেজ়ার প্রযুক্তি কার্গিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল
author img

By

Published : Jun 24, 2019, 9:27 PM IST

দিল্লি, 24 জুন : 20 বছর আগে আজকের দিনে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান টাইগার হিলের উপর থাকা পাকিস্তানি সেনার ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল । বিমানের পাইলট রঘুনাথ নমবিয়ার সেই আঘাত হানতে ব্যবহার করেছিলেন লেজ়ার প্রযুক্তি । সেটি ছিল যুদ্ধক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার তরফে প্রথম লেজ়ার প্রযুক্তির প্রয়োগ ।

বর্তমানে এয়ার মার্শাল রঘুনাথ নমবিয়ার ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্বে আছেন । তিনি জানান, লেজ়ার লাইটিং পড এবং 1000 পাউন্ড লেজ়ার পরিচালিত বোমা একত্রিত করতে বারো দিন সময় লাগে । তা করা হয়েছিল ইজ়রায়েলের সাহায্যে ।

কারগিল যুদ্ধের দু'বছর আগে ইজ়রায়েলের সঙ্গে লেজ়ার প্রযুক্তি সংক্রান্ত একটি চুক্তি সই করে প্রতিরক্ষা মন্ত্রক । মোট ২০টি বিমানে এই প্রযুক্তি ব্যবহারের কথা ছিল । তবে এই প্রযুক্তির জন্য অ্যামেরিকার কাছ থেকে বিশেষ ফিউজ় কেনার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের । তবে 1998 সালে পোখরানে পরমাণু পরীক্ষার জেরে অ্যামেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে । সেই কারণে অ্যামেরিকা থেকে ফিউজ়গুলি ভারত পায়নি ।

রঘুনাথ নমবিয়ার বলেন, "আমাদের সামনে এই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলি সমস্যা ছিল । এর আগে আমরা কখনও এই প্রযুক্তি ব্যবহার করিনি । পাশাপাশি আমাদের কাছে সঠিক ফিউজ়ও ছিল না ।"

তবে এই সমস্যা কাটাতে সাহায্য করেছিল ইজ়রায়েলের টেকনিকাল বিশেষজ্ঞরা । এয়ার মার্শাল রঘুনাথ জানান, সেই সময় ইজ়রায়েলের টেকনিকাল বিশেষজ্ঞরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে কাজ করে সেই লেজ়ার প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ফিউজ় তৈরি করে দেয় । বেঙ্গালুরু ও গোয়ালিরের ঘাঁটিতে এই কাজ হয় ।

লেজ়ার প্রযুক্তির ব্যবহার কার্গিল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় । 24 জুন, 1999 । সকাল সাড়ে ছ'টায় পঞ্জাবের আদমপুর থেকে উড়ে যায় রঘুনাথ নমবিয়ারের মিরাজ । 50 কিলোমিটার দূর থেকেই টাইগার হিল দেখতে পান রঘুনাথ । বিমানটি যখন 28 কিলোমিটার দূরে, তখন লেজ়ার প্রযুক্তির ব্যবহার করে বোমা ফেলেন তিনি । এইভাবে কার্গিল যুদ্ধে টাইগার হিল ফের দখল করে ভারত ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details