দিল্লি, 9 জুলাই : IIT (ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ টেকনোলজি) বা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতি হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই । তবে তার জন্য দিতে হয় JEE (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন) । এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যথেষ্টই কঠিন । তার জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রস্তুতি । JEE -র প্রশ্নপত্র যে কতটা কঠিন, তা নিজেমুখেই বললেন খোদ অস্ট্রেলিয়ান অধ্যাপকরা ।
JEE-তে মূলত তিনটি পরীক্ষা হয় । গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন । সম্প্রতি অস্ট্রেলিয়ার ছ'জন অধ্যাপক জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র দেখছিলেন । যা দেখে তাঁরা তো অবাক । তাঁদের বক্তব্য ভাইরাল হয়েছে একটি ভিডিয়োতে ।