পশ্চিমবঙ্গ

west bengal

অন্ধকারে বিক্রম, আশার আলো গগনযানে

ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগের স্থাপনের আশা প্রায় শেষ ৷ আপাতত গগনযান মিশনই লক্ষ্য ISRO-র ৷

By

Published : Sep 21, 2019, 12:23 PM IST

Published : Sep 21, 2019, 12:23 PM IST

Updated : Sep 21, 2019, 1:49 PM IST

চন্দ্রযান

শ্রীহরিকোটা, 21 সেপ্টেম্বর : এতদিন কিছুটা হলেও যেন আশা জিইয়ে ছিল ৷ আজ সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল ৷ কারণ, আজ শেষ হচ্ছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের সময়সীমা ৷ আপাতত গগনযান মিশনে পাখির চোখ করছেন ISRO-র বিজ্ঞানীরা ৷

7 সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ৷ তারপর থেকে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন ISRO-র বিজ্ঞানীরা ৷ কিন্তু, তা এখনও সম্ভব হয়নি ৷ আজ একটি সংবাদসংস্থাকে ISRO-র প্রধান কে সিভান বলেন, "চন্দ্রযান 2-র অরবিটার খুব ভালো কাজ করছে ৷ অরবিটারে আটটি যন্ত্র আছে ৷ প্রতিটির যা কাজ সেটাই করছে ৷ ল্যান্ডারের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি ৷ আমাদের পরবর্তী লক্ষ্য গগনযান মিশন ৷"

ল্যান্ডার বিক্রমের গতিপথের ছবি

ভারতের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার জানায়, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ অনুসন্ধান করছেন জাতীয় স্তরের অ্যাকাডেমিক কমিটি ও ISRO-র বিশেষজ্ঞরা ৷ সেদিনই NASA জানায়, ল্যান্ডার যেখানে অবতরণের চেষ্টা করেছিল সেখানের ছবি তুলেছে তারা ৷ 17 সেপ্টেম্বর LRO স্পেসক্রাফট ছবিগুলি তুলেছে বলে NASA-র তরফে জানানো হয় ৷

Last Updated : Sep 21, 2019, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details