পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে পারে বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ; সম্মতি কেন্দ্রের

লকডাউনের ফলে কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সকল পরীক্ষা মুলতুবি হয়ে যায় ৷ আগের পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কয়েকটি রাজ্য। কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা আবার চালু করার সম্মতি দেওয়া হয়েছে ৷

By

Published : Jul 7, 2020, 4:48 AM IST

start pending examinations
শিক্ষাপ্রতিষ্ঠানে মুলতুবি থাকা পরীক্ষা শুরু করার নির্দেশ

দিল্লি, 6 জুলাই : কোরোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণার ফলে কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা মুলতুবি হয়ে যায় ৷ এখন প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে চূড়ান্ত বর্ষের মুলতুবি থাকা পরীক্ষা আবার চালু করা যেতে পারে ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই কথা জানানো হল ৷ দীর্ঘ মুলতুবি পরীক্ষার অনুমতি দিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চশিক্ষা সচিবকে কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুলতুবি থাকা পরীক্ষা নেওয়ার জন্য চিঠি দিয়েছে।

উনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-র গাইড লাইন ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মুলতুবি থাকা ফাইনাল পরীক্ষাগুলি হতে হবে বলে এই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক অনুমোদিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের সম্মতির পরই নতুন নির্দেশিকা জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) ৷ সেখানে জানিয়েছে, সেপ্টেম্বরে চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতে পারে ৷ অনলাইন এবং অফলাইনে পরীক্ষা হতে পারে ৷ তবে কোনও পরীক্ষার্থীরা সেপ্টেম্বরে পরীক্ষা দিতে না পারলে ভবিষ্যতে তার পরীক্ষায় বসার সুযোগ হতে পারে ৷ সেই নিয়মও রাখতে চাইছে UGC ৷

এদিকে প্যানডেমিকের কারণে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্য সমস্ত উচ্চশিক্ষা পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে ৷ এই সমস্ত রাজ্য আগের পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। গুজরাত সরকার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে পরিবর্তন করেছে। রাজস্থান সরকার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষা বাতিল করেছে ।

গতকাল মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এপ্রিলে প্রকাশিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং নির্দেশিকা পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন । পোখরিয়াল সোশাল মিডিয়ায় জানান, এই নির্দেশিকাগুলির ভিত্তি হবে শিক্ষার্থী, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য স্বাস্থ্য ও সুরক্ষাকে নিশ্চিত করা ৷

ABOUT THE AUTHOR

...view details