পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের হাসপাতালে ভরতি অমিত শাহ - ফের হাসপাতালে ভরতি অমিত শাহ

অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ গতকাল রাতেই দিল্লির AIIMS হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷

Home Minister Amit Shah Admitted To Delhi's AIIMS Again
ফের হাসপাতালে ভরতি অমিত শাহ

By

Published : Sep 13, 2020, 7:50 AM IST

Updated : Sep 13, 2020, 9:41 AM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ গতকাল রাত 11 টা নাগাদ দিল্লির AIIMS হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ গত 2 সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ৷ এর আগে তিনি কোরোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের একটি হাসপাতালে ভরতি ছিলেন ৷

গত 2 অগাস্ট কোরোনায় আক্রান্ত হন স্বরাষ্ট্র মন্ত্রী ৷ এরপর গুরুগ্রামে মেদান্তা নামের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ এরপর 14 অগাস্ট তিনি নিজের বাসভবনে ফেরেন ৷ একটি টুইট করে জানান, চিকিৎসকদের পরামর্শমতো তিনি কয়েকদিন নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন ৷

এরপর 18 অগাস্ট তাঁকে আবার ভরতি করা হয় দিল্লির AIIMS হাসপাতালে ৷ জানা যায়, গায়ে হাতে পায়ে ব্যাথ্যার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ এর 13 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি ৷ চিকিৎসকরা জানায় , মন্ত্রী বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ গত 30 অগাস্ট দিল্লির AIIMS হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেখানে বলা হয় , কোরোনা পরবর্তী চিকিৎসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বর্তমানে AIIMS হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷

এরই মধ্যে আগামীকাল থেকে সংসদীয় বাদল অধিবেশন শুরু হতে চলেছে ৷ তবে, কোরোনা রুখতে মানা হবে সুরক্ষা বিধি ৷ মাস্ক ও সোশাল ডিসট্যান্সিং করা হয়েছে বাধ্যতামূলক ৷

Last Updated : Sep 13, 2020, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details