আমার সঙ্গে শ্রী পি ভি নরসিমা রাওয়ের প্রথম পরিচয় ১৯৮৮ সালে । তখন তিনি বিদেশমন্ত্রী আর আমি সাউথ কমিশনে সেক্রেটারি জেনেরাল। সেই সময় তিনি জেনিভায় গিয়েছিলেন। ওখানেই আমাদের সাক্ষাৎ। তার পর ১৯৯১ সালে যেদিন সরকার গঠন হল, শ্রী পি ভি নরসিমা রাও আমায় ফোন করলেন । বললেন, “আসুন। আমি চাই, আপনি অর্থমন্ত্রী হন ।” অনেক মুখ অবাক হয়ে দেখল, আমি রাষ্ট্রপতিভবনে অর্থমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছি । তবে অর্থমন্ত্রীর পদে শপথ নেওয়ার আগে আমি শ্রী নরসিমা রাওকে একটা কথা বলেছিলাম। আর সেটা হল, আমি তখনই এই পদের দায়িত্বভার সর্বান্তঃকরণে গ্রহণ করব যদি তাঁর পূর্ণ সমর্থন পাই । উত্তরে সামান্য মজার ছলে তিনি বললেন, “আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। যদি আপনার নেওয়া কর্মসূচি সফল হয়, কৃতিত্বটা আমরা দু’জনে ভাগ করে নেব। আর যদি ব্যর্থ হয়, আপনি বিদায় নেবেন ।” শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও বিরোধী দলের নেতানেত্রীদের জন্য একটি বৈঠক ডেকেছিলেন । আমি তাঁদের প্রধানমন্ত্রীর বক্তব্য সংক্ষেপে জানিয়েছিলাম । বিরোধীদের হাবভাব দেখে মনে হয়েছিল, সব শুনে ওঁরা হতবাক হয়ে গিয়েছিলেন । প্রধানমন্ত্রী আমাকে অর্থনৈতিক সংস্কার সাধনের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন ।
হঠাৎ করে একদিনে কিন্তু সমস্ত অর্থনৈতিক সংস্কার ঘটে যায়নি । কোনও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব নেপথে্য না থাকলে ঐতিহাসিক সেই পরিবর্তন হওয়া সম্ভব ছিল না । প্রথম যে রাজনৈতিক নেতা এই সত্য অনুধাবন করতে পেরেছিলেন যে, সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি আর্থিক অগ্রগতির হার ত্বরান্বিত করতে আর্থিক কর্মসূচিকে ঢেলে সাজাতেই হবে, তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীমতী ইন্দিরা গান্ধি । তাঁর নেওয়া প্রাথমিক পদক্ষেপগুলিকেই পরে শ্রী রাজীবজি (রাজীব গান্ধি) এগিয়ে নিয়ে যান। কারণ নতুন তথে্যর যুগের সূচনা যে হতে চলেছে, তার গুরুত্ব তিনি বুঝতে পেরেছিলেন। আর ১৯৮০ সালের দ্বিতীয়ার্ধে কংগ্রেস সরকারের আমলে সেই অভিমুখেই অর্থনৈতিক সংস্কারগুলিকে চালিত করা হয়েছিল । এর পুরোধা ছিলেন শ্রী রাজীব গান্ধি ।
যে নির্ভীক মনোভাবের সঙ্গে শ্রী নরসিমা রাওজি অর্থনৈতিক সংস্কারের জাল বিস্তার করার গুরত্ব অনুধাবন করেছিলেন, তার জন্য আমাদের তাঁকে শ্রদ্ধা জানানো উচিত। ১৯৯১ সালে যখন প্রধানমন্ত্রী শ্রী নরসিমা রাও—র নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করে, আমি ছিলাম অর্থমন্ত্রীর ভূমিকায়। তখন থেকেই অর্থনৈতিক সংস্কার সাধনের প্রক্রিয়া শুরু হয় । প্রধানমন্ত্রী নরসিমা রাওজির নেতৃত্বে অর্থনীতি এবং বিদেশ নীতি নিয়ে আমরা যুগান্তকারী কিছু সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হয়েছিলাম। আমাদের নেওয়া তাৎপর্যপূর্ণ সংস্কারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল, তাদের ভারতীয় অভিজ্ঞতালব্ধ হওয়ার অভিনবত্ব। আমরা কোনও চেনাজানা ছকে হাঁটিনি । আমার মনে আছে, IMF-এর তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর মি. মাইকেল ক্যামডেসাস এবং প্রধানমন্ত্রী নরসিমা রাওর সেই বৈঠকের কথা। নরসিমা রাওজি তাঁকে বলেছিলেন যে ভারতে যে কোনও সংস্কার ভারতীয় নাগরিকদের চিন্তা, উদ্বেগের কথা মাথায় রেখেই হওয়া উচিত। আমাদের দেশ গণতান্ত্রিক। তাই দেশের খেটে খাওয়া নাগরিকদের স্বার্থ আমাদের রক্ষা করতেই হবে। আমরা IMF-কে জানিয়েছিলাম, আমাদের ‘স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম’—এর জন্য পাবলিক সেক্টরগুলিতে কর্মরত কোনও একজনও কাজ হারাক, তা আমরা মেনে নেব না। আমি মনে করি, আমরা এই মর্মে আশ্বাস দিতে পেরেছিলাম যে সংস্কার এমন হওয়া উচিত যা আমাদের নাগরিক অগ্রাধিকারকে গুরুত্ব দেয়।