শ্রীনগর, 15 জানুয়ারি : নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল হিজ়বুল নেতা হারুন হাফাজ় ৷ হিজ়বুল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল হারুন ৷ কাশ্মীরের ডোডায় আজ এনকাউন্টারে নিহত হয় এই জঙ্গি নেতা ৷ কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের ঘটনায় তার নাম জড়িয়েছিল । একাধিক রাজনৈতিক নেতাকে হত্যা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ ছিল হারুনের বিরুদ্ধে ।
কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত হিজবুল কমান্ডার - security force
আজ বিকেলে কাশ্মীরের ডোডায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় হিজ়বুল কমান্ডার হারুন হাফাজ় । সে হিজ়বুল মুজাহিদিনের ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল ৷
আজ বিকেলে কাশ্মীরের ডোডায় গোনদানা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । নিরাপত্তারক্ষীদের তরফে লেফটেনন্ট কলোনেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হারুন । দীর্ঘদিন ধরে হারুনকে খুঁজছিল সেনা ও পুলিশ । মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের A++ ক্যাটেগরিতে নাম ছিল হারুনের ৷ তার মৃত্য়ু উপত্যকায় জঙ্গি অভিযানে একটি বড় সাফল্য বলে মনে করছে সেনা ।
দেবেন্দর আনন্দ জানিয়েছেন, হারুনকে খতম করা হলেও তার বাকি সঙ্গীরা পালিয়ে গিয়েছে ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে AK 47 রাইফেল, তিনটি ম্যাগাজ়িন, 73 রাউন্ড গুলি, চাইনিজ় গ্রেনেড ও একটি রেডিয়ো উদ্ধার হয়েছে ৷