উজ্জৈয়ন(মধ্যপ্রদেশ), 9 জুলাই : এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে ৷ কানপুরে 8 পুলিশকর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। অন্যদিকে একইসময়ে উত্তরপ্রদেশের কানপুর ও এটাওয়াহতে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের দুই সহযোগী প্রভাত মিশ্রা ও রণবীর শুক্লার ৷
3 জুলাই(শুক্রবার) কানপুরে বিকাশ দুবেকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মী ৷
এই ঘটনার পর থেকেই বিকাশ দুবের খোঁজে গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এমনকী, অন্যান্য রাজ্যেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয় ৷ পাশাপাশি কানপুরের একাধিক জায়গায় তার ছবি লাগানো হয় ৷ তার হদিস দেওয়ার জন্য পুলিশের তরফে 2.5 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয় ৷