দিল্লি, 3 জুলাই : "ফেয়ার অ্যান্ড লাভলি"-র নাম পরিবর্তন করে " গ্লো অ্যান্ড লাভলি" রাখার কথা ঘোষণা করল হিন্দুস্তান ইউনিলিভার ৷ "ফেয়ার অ্যান্ড লাভলি"-র মতো নাম বদল হচ্ছে "ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম"-এরও ৷ নাম বদল হয়ে হচ্ছে "গ্লো অ্যান্ড হ্যান্ডসাম" ৷
কয়েকদিন আগেই এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, ফেয়ার, ফেয়ারনেস, হোয়াইট এই ধরনের শব্দগুলি বাদ দিতে চলেছে তারা ৷ "ফেয়ার অ্যান্ড লাভলি"-র নাম পরিবর্তনের সঙ্গে বর্ণবিদ্বেষ বিরোধী প্রতিবাদের কোনও যোগ আছে কি না সে বিষয়ে প্রশ্নের উত্তরে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব মেহতা বলেছিলেন, "এই সিদ্ধান্তটা এমন নয় যা আমরা একদিনেই নিয়ে ফেলছি । কয়েক বছর ধরে আমরা এই পরিবর্তন আনার কাজ করছিলাম । আমাদের ব্র্যান্ডের মতো এমন একটা ব্র্যান্ড যার বাজারমূল্য দু'হাজার কোটি টাকা, সেখানে পর্যাপ্ত রিসার্চ ছাড়া কোনও সিদ্ধান্তই নেওয়া হয় না । পর্যাপ্ত গবেষণার পর গ্রাহকরা কী চাইছে সেটা ঠিকভাবে অনুধাবন করে তবেই আমরা কোনও একটি সিদ্ধান্তে আসি ।"