দিল্লি, 23 জুন : LAC নিয়ে ভারত-চিন বিরোধ এবং লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর হাতে ভারতীয় সেনাবাহিনীর 20 জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ রাজধানী দিল্লিতে চিন দূতাবাসের সামনে পোস্টার লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করল হিন্দু সেনা।
দিল্লিতে চিনের দূতাবাসের সামনে বিক্ষোভ হিন্দু সেনার - শহীদ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান
চিনা সেনাবাহিনীর হাতে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ দিল্লিতে চিনের দূতাবাসের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাল হিন্দু সেনা।
দিল্লির পঞ্চশীল পার্ক এলাকায় অবস্থিত চিনের দূতাবাসের সামনে হিন্দু সেনা দূতাবাসের সাইনবোর্ডে কালি লাগিয়ে ও চিন বিরোধী বিভিন্ন পোস্টার নিয়ে প্রতিবাদ প্রদর্শন করে। হিন্দু সেনা কর্মীরা " চিন গাদ্দার হ্যায়, হিন্দি-চিনী বাই বাই" লেখা পোস্টার দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় 20 জন ভারতীয় সেনাবাহিনীর কর্মীর শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশজুড়ে চিনা পণ্য বয়কট করার আওয়াজ উঠেছে ।