পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমাচলের চিন সীমান্তে উচ্চ-সতর্কতা - চিন সীমান্তবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি

কিন্নাউর DC গোপালচাঁদ জানান, "হিমাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রামগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ।"

himachal pradesh news
himachal pradesh news

By

Published : Sep 12, 2020, 7:13 PM IST

Updated : Sep 12, 2020, 7:31 PM IST

কিন্নর, 12 সেপ্টেম্বর : ভারত ও চিন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নরে উচ্চ সতর্কতা জারি করল প্রশাসন । কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ (ITBP) কিন্নরের সীমান্তবর্তী অঞ্চলগুলির উপর নজরদারি বাড়িয়েছে ।

হিমাচল প্রদেশের প্রায় 260 কিমি জুড়ে চিনের বর্ডার । কিন্নরের 180 কিমি এবং লাহৌল ও স্পিটি জেলার 80 কিমি জুড়ে হিমাচল প্রদেশকে বেষ্টন করে আছে ভারত ও চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল(LAC) । হিমাচলের সীমান্তবর্তী অঞ্চলে চিনের লিবারেশন আর্মির ক্রিয়াকলাপ বেড়েছে । কড়া নজরদারি রাখতে আরও বেশি সেনা মোতায়েন করায় সীমান্তবর্তী গ্রামগুলিতে এখন থমথমে অবস্থা । পাশাপাশি সমস্ত গোপন সংস্থাগুলিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে হিমাচল পুলিশ ।

কিন্নর DC গোপালচাঁদ জানান, "হিমাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রামগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে । স্পুবা এলাকায় ইনার লাইন পারমিট চেকপোস্ট বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী । কড়া নিরাপত্তা থাকায় বিনা অনুমতিতে শালকার, তাশিগং, পুহ ও ডাবলিং গ্রামগুলিতে যেতে দেওয়া হচ্ছে না ।"

তিনি আরও জানান, "এর আগে ডাবলিংয়ে চেকপোস্ট থাকায় পর্যটকরা ওইসব গ্রামগুলিতে যেতে পারত । কিন্তু এখন আকপা থেকে ডাবলিং প্রায় এক কিমি বাড়ানো হয়েছে চেকপোস্ট । চিনের কাছাকাছি গ্রামগুলিতে যেতে হলে নিতে হচ্ছে অনুমতি ।"

চিন মুখে এক বললেও কাজের বেলায় উলটো । ভারত চিন সিমান্তে চিনের ঘাঁটি পিছিয়ে নেওয়ার কোনরকম ইচ্ছে নেই বরং বাড়িয়ে চলেছে আগের তুলনায় । তাই চিনের কথায় বিশ্বাস করার পাত্র নয় ভারতের নীতি-নির্ধারকরা ।

Last Updated : Sep 12, 2020, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details