পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে বন্যা দুর্গতদের সাহায্যে বেতনের অর্ধেকটাই দিলেন সোনার মেয়ে হিমা - flood

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরিরত হিমা দাস তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

অসমে বন্যা দুর্গতদের সাহায্যে বেতনের অর্ধেকটাই দিলেন সোনার মেয়ে হিমা

By

Published : Jul 18, 2019, 6:24 AM IST

Updated : Jul 18, 2019, 6:36 AM IST

গুয়াহাটি, 18 জুলাই : ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত অসম । সে রাজ্যেরই বাসিন্দা ভারতের স্টার অ্যাথলিট হিমা দাস এখন ইউরোপে সোনার দৌড় লাগাতে ব্যস্ত । তবে বিপর্যস্ত অসমকে ভোলেননি হিমা । তাই ভারতের হয়ে দৌড়ানোর পাশাপাশি দাঁড়িয়েছেন অসমের পাশে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরিরত হিমা তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

নিজের বেতনের অর্ধেক দান করার পাশাপাশি টুইট করে বড় কর্পোরেট সংস্থাগুলিকে অসমের পাশে দাঁড়ানোর আবেদন জানান । হিমা টুইটারে লেখেন, 'অসম ভয়ঙ্কর বন্যার কবলে । রাজ্যের 33টি জেলার মধ্যে 30টি জেলাই আক্রান্ত । আমি সবাইকে সাহায্য করার আবেদন করছি । দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান ।" অসমের বন্যায় এখনও পর্যন্ত 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ইতিমধ্যে কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে 251.55 কোটি টাকা ।

এদিকে গতকালই ট্র্যাকে নেমে আরও একটি সোনা জেতেন ঢিং এক্সপ্রেস । গত 15 দিনে এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চারটি সোনার পদক জিতলেন 19 বছর বয়সি হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হন তিনি ।

Last Updated : Jul 18, 2019, 6:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details