পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

500 mg ছেড়ে 650 mg প্যারাসিটামল খেলেই হবেন ডেঙ্গিমুক্ত : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

ডেঙ্গির 'কড়া' দাওয়াই 500 mg ডোজ়ের বদলে 650 mg ডোজ় । পরামর্শ দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ।

ফাইল ফোটো

By

Published : Sep 26, 2019, 9:20 AM IST

দেরাদুন, 26 সেপ্টেম্বর : রাজ্যের প্রায় 5000 মানুষ ডেঙ্গি আক্রান্ত । ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের । স্বাস্থ্য দপ্তরও নাজেহাল পরিস্থিতি সামলাতে । এই অবস্থায় 'কড়া' দাওয়াই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বললেন, '500 mg ডোজ়ের বদলে 650 mg ডোজ়ের প্যারাসিটামল খান ।'

ত্রিবেন্দ্র সিং রাওয়াত । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী । গতকাল দেরাদুনে একটি অনুষ্ঠানে যোগ দেন ত্রিবেন্দ্র । সেখানে তাঁকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় । মুখ্যমন্ত্রী বলেন, "650 mg প্যারাসিটামল খেয়ে ঠিক মতো বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন রোগী ।"

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিকর্তা আর কে পান্ডে জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 4800 ছুঁয়েছে । বেশিরভাগ রোগীই দেরাদুনের । 3000 জনের পরীক্ষা হয়েছে, এরমধ্যে 1100 রোগী ডেঙ্গি আক্রান্ত ।

মুখ্যমন্ত্রী রাওয়াতের দাবি, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ছ'জনের মৃত্যু হয়েছে । এরমধ্যে চারজন দেরাদুনের । দু'জন হলদওয়ানির । কারোর মৃত্যুই সরকারি হাসপাতালে হয়নি । তিনি বলেন, "আমি সরকারি হাসপাতালে ভরতি ডেঙ্গি আক্রান্তদের সঙ্গে কথা বলেছি । তাঁরা, সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে উপকারও পেয়েছেন । তবে, দ্রুত ডেঙ্গি থেকে মুক্তি পেতে বিশ্রাম জরুরি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details