পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে কৃষক আন্দোলনে অশান্তি, হরিয়ানায় হাই অ্য়ালার্ট জারি

হরিয়ানার আইনশৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক থাকে তা দেখতে, ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ মনোজ যাদবকে নির্দেশ দিয়েছেন মনোহর লাল খট্টর ৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যাতে রাজ্য়ে কোনও প্রকার অশান্তি না হয় ৷ হরিয়ানা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর খট্টর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷

high-alert-in-haryana-after-violence-in-delhi
দিল্লিতে কৃষক আন্দোলনে অশান্তি, হরিয়ানায় হাই অ্য়ালার্ট জারি

By

Published : Jan 26, 2021, 9:18 PM IST

চন্ডিগড়, 26 জানুয়ারি : হরিয়ানায় হাই অ্যালার্ট জারি করলেন মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর ৷ মঙ্গলবার রাজধানী দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হওয়া অশান্তির জেরে এই হাই অ্য়ালার্ট জারি করেছেন হরিয়ানার মুখ্য়মন্ত্রী ৷ পাশাপাশি তিনি এই ঘটনার নিন্দা করে বলেন, ‘‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না ৷’’

আরও পড়ুন : কৃষক বিক্ষোভের পর দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকে অমিত শাহ

হরিয়ানার আইনশৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক থাকে তা দেখতে, ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ মনোজ যাদবকে নির্দেশ দিয়েছেন মনোহর লাল খট্টর ৷ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যাতে রাজ্য়ে কোনও প্রকার অশান্তি না হয় ৷

হরিয়ানা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর খট্টর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ ফরিদাবাদ জেলায় জরুরি অবস্থা ইতিমধ্য়েই জারি করা হয়েছে ৷ এই জেলাটি রাজধানী দিল্লি সংলগ্ন হওয়ায় এই সিদ্ধান্ত বলে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details