মুম্বই, 27 মার্চ: কোরোনা আতঙ্কে গোটা দেশজুড়ে চলছে লকডাউন ৷ ঘরবন্দী সাধারণ মানুষ ৷ এই অবস্থায় একদিন আগেই সাধারণ মানুষের সুবিধার্থে 1 লাখ 70 হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেছে অর্থমন্ত্রক ৷ এবার দেশের এই সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে বড়সড় পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ সমস্তরকম লোনের ক্ষেত্রে আগামী তিনমাস কোনও EMI দিতে হবে না ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে একথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷
শুধু ব্যাঙ্কই নয় রিজার্ভ ব্যাঙ্কের আওতায় থাকা সমস্তরকম আর্থিক সংস্থার ক্ষেত্রে এটি প্রযোজ্য ৷ এতে অবশ্য সাধারণ মানুষ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্রেডিট স্কোরের উপর প্রভাব পড়বে না ৷ তবে রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর সাধারণের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ৷ রইল তারই উত্তর ৷
1. কোন কোন ব্যাঙ্ক গ্রাহকদের এই সুবিধা দেবে?
উ: সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কের ক্ষেত্রে এটি প্রযোজ্য ৷ গ্রামীণ ব্যাঙ্ক, ক্ষুদ্র ফিনান্স ব্যাঙ্ক, আঞ্চলিক ব্যাঙ্ক কো-অপারেটিভ ব্যাঙ্ক এর মধ্যেই পড়ছে ৷ পাশাপাশি দেশের সমস্তরকম আর্থিক সংস্থা, গৃহঋণ প্রদানকারী সংস্থা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলিও এই সুবিধা দেবে ৷
2. কোন ধরণের ঋণের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে?
উ: সমস্তরকম মেয়াদি ঋণের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৷ ব্যক্তিগত ছাড়াও বাণিজ্যিক ঋণের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে ৷ গৃহ ঋণ, গাড়ি ঋণ, শিক্ষা ঋণ, কৃষি ঋণও এর আওতায় পড়ছে ৷ যেসব গ্রাহক কিস্তিতে টিভি, ফ্রিজ এবং মোবাইল কিনেছেন তাদেরও আগামী তিনমাস কোনওরকম EMI দিতে হবে না ৷
3. এতে ক্রেডিট স্কোরের উপর কোনও প্রভাব পড়বে?
উ: আপনার ব্যাঙ্ক অনুমোদন দিলে ক্রেডিট স্কোরের উপর এর প্রভাব পড়বে না ৷
4. এটা EMI-তে ছাড় নাকি আপাতত মুলতুবি?
উ: নাহ, এটা EMI ছাড় নয় ৷ আপাতত তিনমাস মেয়াদি ঋণের কিস্তি দিতে লাগবে না ৷ তবে পরে এই টাকা দিতে হবে গ্রাহকদের ৷