পালমপুর, 10 মার্চ : ঠোঁটের সৌন্দর্য অসম্পূর্ণই থেকে যায় লিপস্টিক ছাড়া এমন কথা বলে থাকেন অনেকেই । মহিলাদের অনেকেই অভিযোগ করে থাকেন লিপস্টিকে রাসায়নিক উপাদানের উপস্থিতি নিয়ে । তবে এবার থেকে প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি হবে লিপস্টিক, যাতে লিপস্টিকের ক্ষতিকর রাসায়নিক প্রভাব থেকে মুক্তি পেতে পারেন মহিলারা । লিপস্টিকে থাকবে শাক-সবজি ৷ হবে না কোনও ক্ষতি ৷
পালমপুরের CSIR-ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিসোর্স টেকনোলজি (IHBT)-র বিজ্ঞানীরা এই প্রাকৃতিক জিনিস দিয়ে লিপস্টিক তৈরির কৌশলটি বের করেছেন । সবুজ শাক-সবজি দিয়ে লিপস্টিক প্রস্তুত করেছেন তাঁরা । তিনটি বা চারটি রঙে পাওয়া যাবে এই লিপস্টিক । এই লিপস্টিক বাঁধাকপি, বিট, গাজর দিয়ে প্রস্তুত করা হয়েছে, যার রং গোলাপি, মেরুন, লাল হবে ।
IHBT শিগগিরই এই প্রযুক্তিটি বাজারে আনতে চায় যাতে আগামী দিনে এই লিপস্টিকটি আধুনিক কসমেটিক্সের বাজারে অন্যদেরকে ছাপিয়ে যেতে পারে । রাসায়নিকমুক্ত এই লিপস্টিকের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, পাশাপাশি ঠোঁটের ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই । এই লিপস্টিক সম্পূর্ণ প্রাকৃতিক হবে । অন্যান্য অনেক রাসায়নিক সমৃদ্ধ প্রসাধনী মহিলাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, এই লিপস্টিকে তেমন কোনও ক্ষতি হবে না ।