পশ্চিমবঙ্গ

west bengal

রয়েছেন মমতা-রাহুল-ইয়েচুরি, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের

By

Published : Dec 29, 2019, 11:56 AM IST

Updated : Dec 29, 2019, 2:58 PM IST

ঝাড়খণ্ডের ঐতিহাসিক মোরাবাদি ময়দানে ঝড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ নিলেন হেমন্ত সোরেন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

রয়েছেন মমতা-রাহুল-ইয়েচুরি, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের
রয়েছেন মমতা-রাহুল-ইয়েচুরি, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্তের

রাঁচি, 29 ডিসেম্বর : ঝাড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ ঝাড়খণ্ডের ঐতিহাসিক মোরাবাদি ময়দানে দুপুর 2টার সময় শুরু হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান ৷

গত 24 ডিসেম্বর সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন হেমন্ত ৷ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের মোট 50 জন বিধায়ক নিয়ে সরকার গড়ছেন হেমন্ত ৷ রাজ্যের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু সবদিক খতিয়ে দেখে 25 ডিসেম্বর তাঁকে শপথ নেওয়ার জন্য নোটিস দেন ৷

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81টি ৷ 30 নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে মোট 5 দফায় নির্বাচন হয় ঝাড়খণ্ডে ৷ 23 ডিসেম্বর হয় ভোট গণনা ৷ JMM, কংগ্রেস ও RJD জোট পায় 47 টি আসন ৷ ও তৎকালীন সরকারে থাকা BJP পায় 25টি আসন ৷

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও বহু সম্মানীয় ব্যক্তিদের এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, AAP-এর তরফে সঞ্জয় সিং, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কানিমোঝি, অশোক গেহলত ৷

শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল মোরাবাদি ময়দান ৷ নির্ধারিত পরিচয়পত্র ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকেই ৷ প্রধান মঞ্চে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও VVIP-রা ৷ মূল মঞ্চের নিচেও একটি VVIP-দের বসার জায়গা করা হয়েছিল ৷

Last Updated : Dec 29, 2019, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details