চেন্নাই, ২ ডিসেম্বর : আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণ । এক রাতের মধ্যেই 15 জনের মৃত্যু । ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে অধিকাংশজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে তামিলনাড়ু ও প্রতিবেশি পুদুচেরিতে প্রবল বর্ষণ । গত 24 ঘণ্টায় এই অস্বাভাবিক বর্ষণের ফলে জনজীবন স্তব্ধ ।
তামিলনাড়ুতে প্রবল বর্ষণের জেরে 15 জনের মৃত্যু - শুক্রবার থেকে তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণ
তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণের জেরে 15 জনের মৃত্যু । ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে অধিকাংশজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে তামিলনাড়ু ও প্রতিবেশী পুদুচেরিতে প্রবল বর্ষণের ফলে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে তামিলনাড়ু ও প্রতিবেশী পুদুচেরিতে প্রবল বর্ষণের ফলে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । চেন্নাইয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । আবহাওয়া সূত্রে খবর, উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে এই বৃষ্টিপাত হয়েছে । চেন্নাইয়ের এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন ,"চেন্নাইয়ে সমস্ত সরকারি দপ্তরগুলিকে সতর্ক করা হয়েছে ।"
গত শুক্রবার থেকে তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণ শুরু হয় । এর ফলে সেখানকার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । মূলত কাঞ্চিপুরম , চেঙ্গলগেট, ভেল্লরের অবস্থা খুব খারাপ । মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে । গত 24 ঘণ্টায় সাথানকুলাম শহরে 19 সেন্টিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ।