তিরুবনন্তপুরম, 7 অগাস্ট : আরব সাগর সংলগ্ন উপকূলে মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় । দক্ষিণী ও পশ্চিমী বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে আরব সাগর থেকে । যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে কেরালায় । আগামী চার-পাঁচ দিনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরাজ্যে । ইতিমধ্যেই ওয়াইনাড, মালাপ্পুরম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । আজ সকালে ইড়ুক্কি জেলায় ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের ।
গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কেরালায় মোট তিনটি ধসের খবর পাওয়া যায় । যার মধ্যে ওয়াইনাডের ধসে হতাহতের কোনও খবর নেই । কিন্তু ধসের জেরে দু'টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । জলে তলিয়ে গেছে একাধিক গাছ । জলের তলায় রয়েছে ওয়াইনাডের কয়েকটি এলাকার চাষজমি ।
আজ সকাল 9টা নাগাদ ইড়ুক্কি জেলার রাজামালায় ধস নামে । সেখানে কমপক্ষে 80 জন আটকে পড়েছে । যার মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে । 13 জনের মৃত্যু হয়েছে । উদ্ধারকাজে নেমেছে NDRF-র দু'টি টিম । টানা ভারী বৃষ্টিতে উদ্ধারকাজেও বেগ পেতে হচ্ছে তাদের ।