পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারী বৃষ্টির জের, জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা - India Meteorological Department

গতরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে । আর এর জেরে জলমগ্ন একাধিক এলাকা । ব্যাহত যানচলাচল ।

heavy rain in Mumbai
heavy rain in Mumbai

By

Published : Sep 23, 2020, 8:18 AM IST

Updated : Sep 23, 2020, 9:12 AM IST

মুম্বই, 23 সেপ্টেম্বর : ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বইয়ের একাধিক এলাকা । গতরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে । এর জেরে বেশিরভাগ এলাকায় জল জমে রয়েছে ।

সিওন রেলওয়ে স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা । একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ায় কয়েকটি ট্রেন বাতিল ও কয়েকটি দূরপাল্লার স্পেশাল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে ।

গতরাত থেকে 23.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বই ও শহরতলিতে । যা স্বাভাবিকের থেকে বেশি বলে জানিয়েছে মৌসম ভবন ।

জলে ভাসছে মুম্বই

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজও আকাশ মেঘলা থাকবে । পাশাপাশি শহরজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

মুম্বইয়ে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

Last Updated : Sep 23, 2020, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details