পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে ভারী বৃষ্টি, জলমগ্ন রাস্তায় উদ্ধার মৃতদেহ

আজ সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি । একাধিক জায়গা জলমগ্ন । কয়েক ঘণ্টা চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের । মৃত্যু হয়েছে একজনের ।

delhi
delhi

By

Published : Jul 19, 2020, 10:40 AM IST

Updated : Jul 19, 2020, 11:48 AM IST

দিল্লি, 19জুলাই : আজ সকাল থেকে দিল্লিতে শুরু হয়েছে ভারী বৃষ্টি । একাধিক এলাকা জলমগ্ন । এরই মাঝে মিন্টো ব্রিজের নিচে রাস্তায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ । আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি চলবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ।

মিন্টো ব্রিজ সংলগ্ন রাস্তা সম্পূর্ণ জলের তলায় । সেখান থেকেই কুন্দনের দেহ উদ্ধার করেন একজন ট্র্যাকম্যান । তিনি বলেন, "আমি ট্র্যাকের কাজ করছিলাম । সেই সময় ওই ব্যক্তির দেহ দেখতে পাই । সাঁতরে তাঁর কাছে আসি । তাঁর দেহ উদ্ধার করি । বাসের সামনে তাঁর দেহ ভাসছিল ।"

এদিকে মিন্টো ব্রিজের নিচে জলমগ্ন রাস্তায় সকালে আটকে পড়ে একটি বাস । যাত্রীদের উদ্ধার করতে পৌঁছান দমকলকর্মীরা ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে । আগামী দু'তিন ঘণ্টা তা চলবে । দিল্লির আশপাশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

হিসার, জিন্দ, গোহানা, গান্নাপুর, পানিপথ, রোহতক, ভিওয়ানি, ঝজ্জর, সোনিপথ, বাগপত, গুরুগ্রাম, নয়দা, বুলন্দশহর, পিলানি, গাজ়িয়াবাদ, ফরিদাবাদ এবং দিল্লির অন্যান্য জায়গায় বৃষ্টি হবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ।

Last Updated : Jul 19, 2020, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details