ওঙ্গোল(অন্ধ্রপ্রদেশ), ১৩ অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে । কোথাও কোরোনায় মৃতের দেহ মাটি কাটার মেশিনে তুলে সৎকারে নিয়ে যাওয়া হয়েছে, তো কোথাও সংক্রমণের আশঙ্কায় আক্রান্তকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স চালক। শুধু কি তাই ? এরকম আরও অনেক ঘটনা সামনে এসেছে । কোথাও আতঙ্ক তো কোথাও গাফিলতি দেখা গেছে । আরও একটি বেদনাদায়ক ঘটনা সামনে এল। এবার ঘটনাস্থান অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল শহর ।
কোরোনায় মৃত এক বৃদ্ধের দেহ পড়েছিল প্রকাশম জেলার ওঙ্গোলের GGH হাসপাতাল চত্বরে । দিন কয়েক ধরে দেহটি পড়ে থাকলেও এগিয়ে আসেননি হাসপাতাল কর্মীরা । অথচ যখন তখন এসে মৃতদেহটি চাটছিল কুকুরে । শুধু কি তাই, দেহটি ইঁদুর-কুকুরকে খুবলে খেতেও দেখেছেন হাসপাতালে আসা রোগীরা । মর্মান্তিক এই ঘটনার কথা হাসপাতাল কর্মীদের জানানো হয় । তারপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি মর্গে সরানো হয়।
ওই বৃদ্ধ কোন্ডেপির বিট্রগুন্টা এলাকার বাসিন্দা । দিন পাঁচেক আগে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । এরপর সোমবার সন্ধেয় হাসপাতাল চত্বরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । অন্য রোগীদের বক্তব্য, মৃতদেহের উপরের অংশ কখনও ইঁদুরে তো কখনও কুকুরে খুবলে খাচ্ছিল । ঘটনার খবর যায় পরিবারের কাছে ।