পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চন্দ্রশেখর আজাদের দিল্লির ঠিকানা যাচাইয়ের নির্দেশ আদালতের - Hearing on Chandrashekhar Azad's petition

জামিনের শর্ত বদল নিয়ে দিল্লির তিস হাজারি কোর্টে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের আবেদনের শুনানি হল আজ ৷ কোর্ট থেকে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়, চন্দ্রশেখর আজাদের দিল্লির ঠিকানা যাচাই করে দেখার ৷

image
চন্দ্রশেখর আজাদ

By

Published : Jan 18, 2020, 12:53 PM IST

দিল্লি, 18 জানুয়ারি : শনিবার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের জামিনের শর্তাবলীর পরিবর্তনের আর্জি নিয়ে রায় দিল দিল্লির তিস হাজারি কোর্ট ৷ অতিরিক্ত দায়রা বিচারপতি কামিনী ল' দিল্লি পুলিশকে নির্দেশ দেন চন্দ্রশেখর আজাদের দিল্লির ঠিকানা যাচাই করে দেখার জন্য ৷ আগামী 21 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

পিটিশনে বলা হয়েছে, চন্দ্রশেখর আজাদ অপরাধী নন ৷ তাই ওঁকে দেওয়া জানিমের শর্ত ভুল এবং অগণতান্ত্রিক ৷ কোর্টের তরফ থেকে চন্দ্রশেখরকে চার সপ্তাহ দিল্লির বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকী, দিল্লিতে চার সপ্তাহের জন্য কোনও ধরনাতেও বসতে পারবেন না তিনি ৷ জামিনের এই শর্ত পরিবর্তনের জন্যই কোর্টে আবেদন করেন তিনি ৷ জামিনের আর্জিতে চন্দ্রশেখরের দিল্লির কোনও ঠিকানা দেওয়া নেই ৷ তাই কোর্টের তরফ থেকে পুলিশকে চন্দ্রশেখরের দিল্লির ঠিকানা যাচাই করার নির্দেশ দেওয়া হয় ৷

গত 15 জানুয়ারি 25 হাজার টাকার শর্তে চন্দ্রশেখরের জামিন মঞ্জুর করে কোর্ট ৷ বিচারপতি বলেন কোর্ট চায় না দিল্লির বিধানসভা নির্বাচনের উপর কোনও প্রভাব পড়ুক ৷ তাই চন্দ্রশেখরকে চার সপ্তাহের জন্য সাহারানপুরে থাকার নির্দেশ দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details