দিল্লি, 5 মে : তামকজাত দ্রব্যের প্যাকেটে নতুন সতর্কবার্তা লেখা থাকবে, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের । এই বছরের 1 সেপ্টেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে তাদের ক্ষেত্রে প্যাকেটের উপর প্রথম সেটের ছবি থাকবে । পরের বছর 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় সেট ছবি প্রকাশ করতে হবে প্যাকেটের উপর ।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । এই বিবৃতিতেই নিয়মের উল্লেখ করা হয় । ও তার মেনে চলার নির্দেশ দেওয়া হয় । বিবৃতিতে উল্লেখ করা হয়, “যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে ।”