পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত লব আগরওয়াল - Ministry of Health and Family Welfare

টুইটারে কোরোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন লব আগরওয়াল নিজেই ৷

লব আগরওয়াল
লব আগরওয়াল

By

Published : Aug 14, 2020, 9:48 PM IST

দিল্লি, 14 অগাস্ট : কোরোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ৷ দেশে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে সরকারের পদক্ষেপ ও আপডেট জানাতে দেখা গেছে তাঁকে । বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

আজ টুইটারে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন লব আগরওয়াল নিজেই ৷

টুইটারে লিখেছেন, "আমি কোরোনায় আক্রান্ত হয়েছি ৷ নিয়ম মেনে এখন হোম আইসোলেশনে রয়েছি ৷ আমার সকল বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি, নিজেদের শারীরিক গতিবিধির দিকে নজর রাখার জন্য ৷ হেল্থ টিম কনটাক্ট ট্রেসিংয়ের কাজ করবে ৷ আশা করি সবার সঙ্গে খুব দ্রুত দেখা হবে ৷"

2016-র 29 অগাস্ট থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিবের পদে বহাল রয়েছেন তিনি । স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি লব আগরওয়ালের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে চিহ্নিত করে কোরোনা পরীক্ষা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details