পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID-19 চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা - হাইড্রক্সিক্লোরোকুইন

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়াতে COVID-19 চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্যমন্ত্রক। এবার কোরোনা সংক্রমণের প্রথম থেকে প্রয়োগ করা যাবে HCQ ।

HCQ for COVID-19 treatment
হাইড্রক্সিক্লোরোকুইন

By

Published : Jun 15, 2020, 1:33 AM IST

দিল্লি, 14 জুন : দেশে COVID-19 আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্বাস্থ্যমন্ত্রক । কোরোনা সংক্রমিত রোগীর ক্ষেত্রে যাদের অবস্থা সংকটজনক তাদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন (HCQ) ব্যবহার করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক । এবার প্রথম থেকেই HCQ ব্যবহারের নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে ।

COVID-19 সংক্রমণের ক্ষেত্রে প্রথম থেকে HCQ-র সঙ্গে টোসিলিজুমাব নামে আরেকটি ওষুধের ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । টোসিলিজুমাব ওষুধ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে । পাশাপাশি কোরোনা ভাইরাস সংক্রমণের মাঝামাঝি পর্যায়ে এসে প্লাজ়মা থেরাপিরও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । স্বাস্থ্যমন্ত্রক COVID-19 সংক্রান্ত চিকিৎসা প্রোটোকলে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ শুধুমাত্র সংকটজনক রোগীর ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল । সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার COVID-19 সংক্রমণের প্রাথমিক পর্যায়ে HCQ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তবে । HCQ-এর সঙ্গে অ্যাজিথ্রোমাইসিনের ব্যবহার বন্ধ করেছে স্বাস্থ্যমন্ত্রক ।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, 10 দিনে একলাখ COVID-19 সংক্রমণ হয়েছে । গতকাল তিন লাখ পার করে গেছে কোরোনা সংক্রমণের সংখ্যা । একদিনে সর্বোচ্চ 11 হাজার 458 জন আক্রান্ত হয়েছেন । 386 জন নতুন করে মারা যাওয়ায় দেশে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছেছে 8,884তে । মাত্র 64 দিনে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 100 থেকে এক লাখে পৌঁছে যায়। এরপরে 14 দিনে দুই লাখে পৌঁছেছে COVID-19 সংক্রমনের সংখ্যা । কোরোনা সংক্রমণের নিরিখে ভারত চতুর্থ স্থানে রয়েছে । এর আগে রয়েছে অ্যামেরিকা, ব্রাজ়িল ও রাশিয়া ।

COVID-19 এর চিকিৎসায় HCQ অনেক ক্ষেত্রে লাভজনক প্রমাণিত হয়েছে । তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, HCQ প্রয়োগের মাধ্যমে COVID-19 সংক্রমিত রোগীর মৃত্যু ঠেকানো যাবে তা প্রমাণিত হয়নি ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, সংকটজনক রোগীর ক্ষেত্রে HCQ প্রয়োগ চলবে না । যাদের এই ওষুধ দেওয়া হবে তাদের ক্ষেত্রে আগে ECG করতে হবে । তবে কোরোনা সংক্রমণের মাঝামাঝি সময়ে রেমডেসিভির প্রয়োগ করা যেতে পারে । কিন্তু মূত্রনালীতে সংক্রমণ রয়েছে এমন রোগী এবং অন্তঃসত্ত্বা, সন্তানকে দুধ পান করান এমন মা এবং 12 বছরের নিচের শিশুদের উপর এই ওষুধ ব্যবহার করা যাবে না । ইনজেকশনের মাধ্যমে প্রথম দিন 200 মিলিগ্রাম এবং পরবর্তী পাঁচ দিনে 100 মিলিগ্রাম করে এই ওষুধ প্রয়োগ করতে পারবেন চিকিৎসকরা ।

ABOUT THE AUTHOR

...view details