পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বাস্থ্যকর্মীদের জন্য নির্দেশিকা জারি স্বাস্থ্যমন্ত্রকের - ভারতের কোরোনা আপডেট

হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটিকে (HICC) সক্রিয় করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল (IPC)-র কাজ এবং প্রত্যেক কর্মীর দৈনন্দিন প্রশিক্ষণের ব্যবস্থা করবে HICC । একজন আধিকারিককে প্রত্যেক হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসেবে নিয়োগ করা হবে ।

Health Ministry
Health Ministry

By

Published : May 16, 2020, 12:46 PM IST

দিল্লি, 16 মে : হাসাপাতালে কোরোনা ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক । গতকাল ওই নির্দেশিকা জারি হয়। তাতে কোরোনা প্রতিরোধে কী পদক্ষেপ করতে হবে বা আইসোলেশন এবং কোয়ারানটিনে কী নিয়ম মেনে চলতে হবে তার উল্লেখ রয়েছে । হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি-কে (HICC) সক্রিয় করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোল (IPC)-র কাজ এবং প্রত্যেক কর্মীর দৈনন্দিন প্রশিক্ষণের ব্যবস্থা করবে HICC । একজন আধিকারিককে প্রত্যেক হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসেবে নিয়োগ করা হবে । হেলথ কেয়ার অ্যাসেসিয়েটেড ইনফেকশনের (HAIs) সঙ্গে যুক্ত যাবতীয় তত্ত্বাবধানে থাকবেন তাঁরা ।

ইনফেকশন কন্ট্রোল অফিসারদের লক্ষ্য রাখতে হবে, প্রত্যেক স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে চলছেন কি না । তাঁরা PPE কিট সঠিকভাবে ব্যবহার করছেন কি না, IPC-র প্রশিক্ষণ নিয়েছেন কি না। এছাড়াও প্রত্যেক স্বাস্থ্যকর্মী কোরোনার উপসর্গর বিষয়ে জানেন কি না সেইদিকেও লক্ষ্য রাখতে হবে । প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে নিজের স্বাস্থ্যের মনিটরিং করতে হবে । এবং কোরোনার কোনও উপসর্গ থাকলে সেই মুহূর্তে রিপোর্ট করতে হবে ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যে স্বাস্থ্যকর্মীরা কোরোনা চিকিৎসার সঙ্গে যুক্ত তাঁদের ক্ষেত্রে প্রতিদিন থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা করতে হবে আধিকারিকদের । নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের বারবার সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে । বা অ্যালকোহল বেসড স্যানিটাইজ়ারও ব্যবহার করতে পারেন । হাঁচি, কাশির সময় মুখে চাপা দিতে হবে । রুমাল বা টিশুর ব্যবহার করা যেতে পারে । কাজের সময় সর্বক্ষণ PPE কিট ব্যবহার করতে হবে ।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়, প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে । সংক্রমণ এড়াতে মাস্ক পরতে হবে । অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে তাঁদের স্বাস্থ্যের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে । এই স্বাস্থ্যকর্মীদের কোরোনা ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডে কাজ করার জন্য নিযুক্ত করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details