দিল্লি, 11 অক্টোবর : কোরোনা আবহের মধ্যেই সামনে উৎসবের মরশুম ৷ তার আগে আজ দেশবাসীকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন ৷ তিনি বলেন, "ধর্মীয় বিশ্বাস তথা আবেগের প্রমাণ দিতে জমায়েত করার কোনও প্রয়োজন নেই ৷ আপনি আপনার বাড়িতে থেকেও ঈশ্বরের প্রার্থনা করতে পারেন ৷ আমার পরামর্শ হল, সকলে ঘরে পরিবারের সঙ্গে উৎসব উপভোগ করুন ৷"
উল্লেখ্য, আজ ভারতে 70 লাখের ছাড়িয়েছে কোরোনা সংক্রমণ ৷ যা অ্যামেরিকার থেকে সামান্যই কম ৷ অ্যামেরিকায় সংক্রমিতের সংখ্যা 76 লাখ ৷ এদিকে সামনেই দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি এবং ছট পুজো ৷ এই অবস্থায় সাধারণ মানুষ যদি স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে তবে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা ৷ গত 6 অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, "গত কয়েকদিনে কেরালায় বিপুল পরিমাণ সংক্রমণের কারণ আসলে ওনাম উৎসব ৷ "