মুম্বই, 31 ডিসেম্বর : নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় এক যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার করল ঘাটকোপার থানার পুলিশ । মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় নাভাল গেটের কাছে আজ সকালে উদ্ধার হয় দেহটি ।
নর্দমা থেকে মিলল যুবতির চাদর জড়ানো মুণ্ডহীন দেহ - মুণ্ডহীন দেহ যুবতীর, খুনের অভিযোগ
নর্দমা থেকে যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার ৷ মুম্বইয়ের ঘটনা । খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
মুম্বইয়ে যুবতীর মুণ্ডহীন দেহ উদ্ধার
নাভাল গেটের কাছে একটি নর্দমার মধ্যে বিছানার চাদরে জড়ানো অবস্থায় ওই যুবতীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
ঘাটকোপার থানার সিনিয়র ইন্সপেক্টর কুসুম ওয়াঘমারে জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহের মাথা এবং হাঁটুর নিচের অংশ খুঁজে পাওয়া যায়নি । মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে ।