পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন প্রণব মুখোপাধ্যায়" - প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

"তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও উৎসর্গের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন ।" টুইট উপ রাষ্ট্রপতির ।

Venkaiah Naidu
Venkaiah Naidu

By

Published : Sep 1, 2020, 8:40 AM IST

দিল্লি, 31 অগাস্ট : তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ আজ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহ অনেকেই ৷ টুইটারে শোকপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৷

তিনি টুইটারে লেখেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত ৷ তাঁর মৃত্যুতে দেশ একজন বড় রাষ্ট্রনায়ককে হারাল ৷ কঠোর পরিশ্রম, শৃঙ্খলার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসেছিলেন তিনি ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details