বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন ।
সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন । তবে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মত, জোট সরকারের সংকট এখনই কাটছে না ।