পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বৈঠক করলেন কুমারস্বামী, তবে কাটেনি সংকট - কুমারাস্বামী

গতরাতে বেঙ্গালুরুর এক হোটেলে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । তবে, সরকার পড়ে যাওয়ার সংকট এখনও কাটেনি বলে মত রাজনৈতিক মহলের ।

কুমারাস্বামী

By

Published : Jul 8, 2019, 6:37 AM IST

Updated : Jul 8, 2019, 1:20 PM IST

বেঙ্গালুরু, 8 জুলাই : কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন ।

সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন । তবে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মত, জোট সরকারের সংকট এখনই কাটছে না ।

এই সংক্রান্ত আরও খবর :BJP সন্ন্যাসীদের দল নয়, সরকার গঠন প্রসঙ্গে মন্তব্য ইয়েদুরাপ্পার

উল্লেখ্য, গত শনিবার কংগ্রেসের 10 জন ও জনতা দল (সেকুলার)-এর তিনজন বিধায়ক স্পিকারের অফিসে গিয়ে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়ে যান । কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর মোট বিধায়ক 118 । যদি ওই 13 জনের পদত্যাগপত্র গৃহীত হয় তবে জোট সরকারের বিধায়ক সংখ্যা হবে 105 । সেক্ষেত্রে সরকারের পতন অবশ্যম্ভাবী কারণ 224 আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার 113 ।

Last Updated : Jul 8, 2019, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details