পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আধিকারিকদের তলব করেছে হাইকোর্ট, আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার : প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্যের পুলিশ প্রধান এবং ADG-কে তলব করেছে এলাহাবাদ হাইকোর্ট । "আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার," টুইট প্রিয়াঙ্কা গান্ধির ।

Priyanka Gandhi
Priyanka Gandhi

By

Published : Oct 2, 2020, 5:17 PM IST

দিল্লি, 2 অক্টোবর : হাথরস গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ সরকারের পদস্থ আধিকারিকদের তলব করেছে এলাহাবাদ হাইকোর্ট । হাইকোর্টের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি । বলেন, "আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার ।"

টুইটে তিনি লেখেন, "হাথরস গণধর্ষণ মামলায় ন্যায়-বিচারের দাবি করছে সারা দেশ । অন্ধকারের মধ্যে আশার আলো দেখিয়েছে এলাহাবাদ হাইকোর্টের সমন । "

ময়নাতদন্তের রিপোর্টে মেলেনি ধর্ষণের প্রমাণ । জানিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশের ADG প্রশান্ত কুমার । আলিগড় হাসপাতালের মেডিকেল রিপোর্টেও ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন হাথরসের পুলিশ সুপার বিক্রান্ত বীর ।

রাতের অন্ধকারে যে ভাবে নির্যাতিত যুবতির মৃতদেহ সৎকার করা হয়েছিল, তার নিন্দা করে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের তরফে আধিকারিকদের তলব করা হয় ।

সেদিন রাতে কী ঘটেছিল বিস্তারিত জানতে বিচারপতি রঞ্জন রায় এবং জসপ্রীত সিংয়ের ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্যের পুলিশ প্রধান এবং ADG-কে তলব করেছে । হাইকোর্টের তলবেই নির্যাতিতার পরিবার আশার আলো দেখছে বলে টুইট করেন প্রিয়াঙ্কা ।

ABOUT THE AUTHOR

...view details