হায়দরাবাদ, 29 জুন: তেলাঙ্গানা সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট । রাজ্য সরকারকে নতুন সচিবালয় তৈরির অনুমতিও দেওয়া হয় হাইকোর্টের তরফে।
তেলাঙ্গানা সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে - K Chandrashekhar Rao
তেলাঙ্গানা সরকারকে নতুন সচিবালয় নির্মাণের অনুমতি হাইকোর্টের।
পুরোনো সচিবালয় ভেঙে নতুন সচিবালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় তেলাঙ্গানা সরকারের তরফে । সেই মতো সচিবালয় তৈরির কাজও শুরু করা হয় । প্রায় 4 লাখ স্কোয়ার ফিটের নতুন সচিবালয়টি তৈরির জন্য প্রায় 400 কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গেছে । কিন্তু, এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধীরা । এই মর্মে তেলাঙ্গানা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয় । মামলায় বলা হয়, “রাজ্য সরকার এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে। দেনার দায়ে ডুবে আছে এই সরকার । এই পরিস্থিতিতে এত টাকা খরচ করে নতুন সচিবালয় তৈরি করা ঠিক হবে না।”
তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান, বিচারপতি অভিষেক রেড্ডির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে আদালতের তরফে বলা হয়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আদালত কোনও অযৌক্তিক কিছু দেখছে না। তাই রাজ্য সরকার তার কাজ শুরু করতে পারে ।