হায়দরাবাদ, 6 এপ্রিল : বিশ্বস্বাস্থ্য সংস্থা গত বুধবার জানিয়েছে COVID-19 ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই সপ্তাহে বেশ কয়েকটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে ৷ WHO এর তরফে গোটা বিশ্বের কাছে জোটবদ্ধ হয়ে ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সমাধান করার আবেদন জানিয়েছে ৷
অন্যদিকে একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে COVID-19 এর প্রভাবের বিরুদ্ধে এবং ভবিষ্যতের জনস্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সংকটের সঙ্গে লড়াই করতে হলে আমাদের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে হবে ৷ নাগরিকদের যাতায়াত সংক্রান্ত তথ্য বিশ্লেষণ, কোনও রোগের ছড়িয়ে পড়ার ধরন এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর নজরদারি, যে কোনও প্যানডেমিকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে ৷
COVID-19 প্যানডেমিকের ক্ষেত্রে বিশ্বজুড়ে আমরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পাচ্ছি ৷ অনলাইন পরিষেবার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে, প্রচলিত শিল্পগুলির ক্ষেত্রে ইন্টারনেটের চাহিদা বেড়েছে এবং বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে যোগাযোগ বেড়েছে ৷
একটি রিপোর্ট অনুযায়ী, যে ধরনের ভ্রমণ থেকে রোগ ছড়িয়ে পড়েছে তা সম্বন্ধে গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক তথ্য দিচ্ছে এই তিনটি ডেটা স্ট্রিম ৷ তাছাড়া জানা যাচ্ছে, দ্রাঘিমাংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যায় ঝুঁকি কতটা, যা এখনও এই প্যানডেমিকের দ্রুত ছড়িয়ে পড়ার কারণ খুঁজতে হিমশিম খেতে হচ্ছিল ৷
বিশ্বজুড়ে যাতায়াত ও যোগাযোগের বৃদ্ধিতে এই ধরনের রোগের উপর নজরদারি ও প্রতিরোধে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ৷ কিছু গবেষক এবং বেসরকারি সংস্থা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম, হেলথ ম্যাপ তৈরি করছে ৷ যা স্থান, সময় এবং ধরন অনুযায়ী এই রোগের প্রাদুর্ভাব দেখাচ্ছে ৷ এছাড়াও শহরে ব্যাকটেরিয়া জনিত রোগের উপস্থিতিও দৃশ্যমান করছে ৷ 180 টিরও বেশি দেশ এবং অঞ্চলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ৷ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 870000 ৷ একটা ভয়াবহ ঝড়ের মতো এই সংকট শুধু স্বাস্থ্য ব্যবস্থার উপরই আঘাত হানেনি, একই সঙ্গে শিশু সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান এবং পরিবহণ ব্যবস্থার উপর আঘাত হেনেছে ৷