দিল্লি, ৫ মার্চ : পুলওয়ামা হামলার এক মাসও যায়নি। ফের হতে পারে হামলা। এবার হামলা হতে পারে জলপথে। এমন কথাই বললেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা। তিনি বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর তার জবাব এয়ারস্ট্রাইকে দেয় ভারতীয় বায়ুসেনা। তারপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি যুদ্ধবিমান। তবে ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের সেই আক্রমণের পরিকল্পনা। এবার জলপথকে হাতিয়ার করে জঙ্গিরা হামলার ছক কষতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বলে জানিয়েছেন অ্যাডমিরাল সুনীল লান্বা।