কেরালা, 4 এপ্রিল : বর্তমানে ভারতে যে কোরোনা ভাইরাসের সংকট দেখা দিয়েছে তা প্রতিরোধ করতে বড়সড় লড়াইয়ে নেমে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা । সমীক্ষায় দেখা গিয়েছে, এই গোটা পর্বে কেরালার নার্সরা অন্যতম মুখ্য ভূমিকা পালন করছেন । ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি নির্দিষ্ট রিপোর্ট জানাচ্ছে যে বিশ্বজুড়ে কর্মরত নার্সদের সংখ্যাগরিষ্ঠ অংশই ভারতীয় এবং তার মধ্যেও আবার শীর্ষে কেরালা ৷
কেরালা থেকে স্নাতক হওয়া এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে অন্তত 30 শতাংশ নার্স কাজ করছেন আমেরিকায়, 15 শতাংশ কাজ করছেন ব্রিটেনে, 15 শতাংশ কর্মরত আছেন অস্ট্রেলিয়ায় এবং অন্তত 12 শতাংশ কাজ করছেন পশ্চিম এশিয়ায় । অ্যানা সৌব্রে, ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রাক্তন সদস্য তাঁদের দেশের স্বাস্থ্য পরিষেবায় কেরালার নার্সদের ভূমিকার মুক্ত কণ্ঠে প্রশংসা করেছেন, যে কীভাবে গ্রেট ব্রিটেনে কেরালার নার্সরা দিনের পর দিন অক্লান্ত পরিষেবা প্রদান করে চলেছেন ।