হাথরস, 13 অক্টোবর : হাথরসের ঘটনার তদন্তে আজ নির্যাতিতার গ্রামে গেলেন CBI আধিকারিকরা । যুবতির ভাইয়ের বয়ান অনুযায়ী যে মিলেট খেতে সেদিন যুবতির উপর নির্যাতন চালানো হয়েছিল, সেখানেও যান তাঁরা । যুবতির অসুস্থ মাকেও ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । CBI আধিকারিকদের সঙ্গে ছিলেন যুবতির ভাই, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ ।
দু'সপ্তাহ ধরে দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ার পর মৃত্যু হয় যুবতির । আর এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড় । উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে । এরপর 30 সেপ্টেম্বর বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় । সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ওই বিশেষ তদন্তকারী দলের । পরে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আরও দশ দিন বাড়ানো হয় ।