আমরোহা, 29 এপ্রিল : ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবি হাসিন জাহানকে গ্রেপ্তার করল পুলিশ । গতকাল রাতে আমরোহাতে শামির বাড়িতে জোর করে ঢুকে পরেন হাসিন । সঙ্গে ছিল মেয়ে বেবো । তারপরেই শামির মায়ের সঙ্গে বচসায় জড়ান হাসিন । যার জেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় শামির পরিবারের পক্ষ থেকে ।
শামির বিবি হাসিনকে গ্রেপ্তার করল পুলিশ - hasin jahan
ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিবি হাসিন জাহানকে গ্রেপ্তার করল পুলিশ ।
অভিযোগের ভিত্তিতে 151 নম্বর ধারায় হাসিনকে গ্রেপ্তার করল পুলিশ । 151 নম্বর ধারায় পুলিশ বিনা পরোয়ানায় 24 ঘণ্টার জন্য একজনকে প্রেপ্তার করতে পারে । এদিকে হাসিনের অভিযোগ, শামি প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
প্রসঙ্গত, গতবছর শামির বিরুদ্ধে ধর্ষণ ও বিষক্রিয়ার মাধ্যমে খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগ আনে তাঁর বিবি । পাশাপাশি শামির বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ একাধিক অভিযোগও তোলেন হাসিন । বিভিন্ন সময়ে শামির বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে বিতর্কও তৈরি হয়েছে বিস্তর । তাঁদের মধ্যে এখন বিবাহবিচ্ছেদের মামলা চলছে ।