পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেসরকারি সংস্থায় স্থানীয়দের জন্য 75 শতাংশ সংরক্ষণ, খসড়া প্রস্তাব পাস হরিয়ানায়

গতবছর বিধানসভা নির্বাচনের আগে সংরক্ষণ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন JJP প্রধান দুষ্মন্ত চৌতালা ৷

Manohar Lal Khattar
মনোহর লাল খট্টর

By

Published : Jul 7, 2020, 8:47 AM IST

দিল্লি, 7 জুলাই : বেসরকারি ক্ষেত্রে স্থানীয়দের জন্য 75 শতাংশ সংরক্ষণ আনতে অর্ডিন্যান্সের খসড়া পাস করল হরিয়ানা সরকার ৷ গতকাল মনোহরলাল খট্টর সরকারের মন্ত্রিসভা এই খসড়া প্রস্তাব পাস করে ৷

গতবছর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে সংরক্ষণ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন জননায়ক জনতা পার্টি (JJP)-র প্রধান দুষ্মন্ত চৌতালা৷ JJP 10টি আসনে জয়ী হয় ৷ পরে তারা BJP-র সঙ্গে জোট বেঁধে হরিয়ানায় সরকার গড়ে ৷ উপমুখ্যমন্ত্রী হন দুষ্মন্ত ৷ এবার সংরক্ষণ নিয়ে সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছেন তিনি ৷

মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে দুষ্মন্ত বলেন, "সংরক্ষণ নিয়ে আইন পাস হলে তা পালন করতে হবে বেসরকারি সংস্থাগুলিকে ৷ এই আইনে যেসব শিল্পসংস্থা কর্মীদের তথ্য গোপন করতে চাইবে তাদের জন্য কঠোর নিয়ম থাকবে। 50 হাজার টাকার কম বেতনভুক্ত কর্মীদের নাম নথিভুক্ত করতে হবে। পোর্টালে রেজিস্ট্রেশন না থাকলে সংশ্লিষ্ট সংস্থাকে 3 নম্বর ধারায় আর্থিক শাস্তির মুখে পড়তে হবে।"

শীঘ্রই আইনে পরিণত হতে পারে এই- হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট টু লোকাল ক্যান্ডিডেটস বিল। আর তা হলে যেসব সংস্থায় 10 জনের বেশি কর্মী থাকবে, তারা এই আইনের আওতায় চলে আসবে। তবে নতুন নিয়মে চাকরি পেতে গেলে হরিয়ানার বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে চাকরিপ্রার্থীদের ৷ যদি কোনও বেসরকারি সংস্থা যোগ্য চাকরিপ্রার্থী না পায়, তাহলে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে তারা অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়োগ করতে পারে ৷ এমনটাই জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী। এর ফলে, রাজ্যের যুব সম্প্রদায় উপকৃত হবেন বলে তিনি মনে করেন ৷

ABOUT THE AUTHOR

...view details