দিল্লি, 17 সেপ্টেম্বর : হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন ৷ কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করেই তাঁর পদত্যাগ ৷ শিরোমণি অকালি দলের এই সাংসদ বৃহস্পতিবার কৃষি বিপণন সংক্রান্ত বিলের উপর ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা, মন্ত্রীত্ব থেকে পদত্যাগ হরসিমরত কউরের
কেন্দ্রীয় সরকারের কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করে কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন হরসিমরত কউর বাদল ৷ হরসিমরতের স্বামী এবং অকালি দলের প্রধান সুখবীর বাদল কেন্দ্রের কৃষক-বিরোধী রাজনীতি-র বিরোধিতা বজায় রাখবে বলে জানান ৷ তবে সরকারকে অন্যান্য বিষয়ে তাঁরা সমর্থন বজায় রাখবে বলে তিনি জানান ৷
এ দিন সংসদে বিলগুলির ঘোষণা করার পরেই হরসিমরতের স্বামী এবং অকালি দলের প্রধান সুখবীর বাদল বলেন, " কৃষি ক্ষেত্রে পঞ্জাব সরকারের 50 বছরের অক্লান্ত পরিশ্রম এই প্রস্তাবিত বিল ধ্বংস করবে ৷" তিনি এই বিল নিয়ে ভোটাভুটির আগেই জানিয়ে দেন, হরসিমরত কউর বাদল কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন ৷ তবে সুখবীর বাদল বলেন, অকালি দল সরকারের উপর সমর্থন বজায় রাখবে বলে ৷ তিনি কৃষি বিপণন সংক্রান্ত বিলের বিরোধিতা করে বলেন, তাঁরা কেন্দ্রের কৃষক-বিরোধী রাজনীতি-র বিরোধিতা বজায় রাখবে । হরসিমরত কউর বাদলের এই পদত্যাগকে আমল দেননি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ৷ তিনি এই পদত্যাগকে কটাক্ষ করে বলেন,হরসিমরত কউর বাদল "পাঞ্জাবের কৃষকদের বোকা বানানোর কৌশল" ৷ অমরেন্দ্র সিং বলেন," কৃষকদের প্রতি কোনও সমবেদনা থেকে এই পদত্যাগ করা হয়নি ৷ এর পিছনে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য লুকিয়ে আছে ৷"
কৃষি বিপণন সংক্রান্ত সংস্কার নিয়ে সংসদে তিনটি বিল পেশ করা হয়েছে। এই বিলগুলির মধ্যে কৃষি পরিষেবা সংক্রান্ত ও অত্যাবশ্যকীয় পণ্য বিষয়ক বিল রয়েছে। এই বিলগুলি নিয়ে সংসদ উত্তাল হয়। বিরোধী দলগুলি কৃষি বিপনন বিল নিয়ে প্রতিবাদে সরব হয় ৷এই বিলের প্রতিবাদে পঞ্জাব এবং হরিয়ানায় কৃষকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষকদের আশঙ্কা এই বিলগুলি পাশ হলে কৃষিপণ্যে কৃষকদের অধিকার হ্রাস পাবে ৷ তবে কেন্দ্রের BJP সরকারের দাবি, এই বিলগুলি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে আসবে এবং এর ফলে কৃষকদের স্বার্থ আরও সুরক্ষিত হবে ৷