পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2020-র শেষে কোরোনার ভ্যাকসিন, দাবি হর্ষ বর্ধনের - হর্ষ বর্ধন

কোরোনা থেকে সুস্থ হওয়ার হার দেশে বেড়েছে । একদিনে সুস্থ হয়েছেন 63 হাজার 631 জন ।

harsh bardhan on coronavirus vaccine
কোরোনার ভ্যাকসিন নিয়ে হর্ষ বর্ধনের দাবি

By

Published : Aug 23, 2020, 7:20 AM IST

গাজ়িয়াবাদ, 23 অগাস্ট : চলতি বছরের শেষেই আসতে চলেছে কোরোনার ভ্যাকসিন । দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জানান, "COVID-19 এর ভ্যাকসিনের একজন প্রার্থী ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছেন । আমরা নিশ্চিত যে, এই বছরের শেষে কোরোনার ভ্যাকসিন তৈরি করতে পারব ।"

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে একটি হাসপাতাল উদ্বোধনে গিয়ে COVID-19 ভ্যাকসিন সম্পর্কে দাবি করেন হর্ষ বর্ধন । পাশাপাশি তিনি জানান, "গত আট মাসের যুদ্ধে ভারতে কোরোনা থেকে সুস্থতার হার 75 শতাংশ । মোট 2.2 মিলিয়ন রোগী এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন । আরও সাত লাখ মানুষ সুস্থ হয়ে উঠবেন । আমরা পুণেতে একটিমাত্র পরীক্ষা কেন্দ্র দিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে নামি । আর এখন সারাদেশে COVID-19 এর পরীক্ষার জন্য দেড় হাজার ল্যাব রয়েছে । সেখানে এক মিলিয়নের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে ।"

শনিবার দেশে একদিনে কোরোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা সবথেকে বেশি । 63 হাজার 631 জন একদিনে সুস্থ হয়েছেন । বর্তমানে দেশে কোরোনা থেকে সুস্থ হওয়ার হার 74.69 শতাংশ । গত 18 দিনে বিশ্বে সর্বাধিক COVID-19 এর সংক্রমণ হয়েছে ভারতে । 24 ঘণ্টায় প্রায় 70 হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে । তবে, মোট আক্রান্তের অধিকাংশই সুস্থ হয়ে উঠেছেন । এখনও পর্যন্ত দেশে 22 লাখ 22 হাজার 577 জন কোরোনা মুক্ত হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details