কোল্লাম (কেরালা), 30 ডিসেম্বর : কেরালার পেরনিয়াড ৷ প্লাস্টিকমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে একজোট হয়েছেন সেখানকার মহিলারা ৷ গ্রামের 40 জন মহিলা প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে নতুন দিশা দেখাচ্ছেন ৷
বর্জ্য ব্যবস্থাপনা আইন (ওয়েস্ট ম্যানেজমেন্ট ল) এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় পরিবেশ আদালতের তরফে পেরনিয়াডকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ৷ প্লাস্টিক দূষণ এবং সংশ্লিষ্ট ক্ষতির মোকাবিলা কীভাবে করা যেতে পারে, সেই পথ দেখাচ্ছে পেরনিয়াড ৷
পেরনিয়াডের যে সংস্থার তরফে এই কাজ করা হচ্ছে তার নাম হরিথা কর্মা সেনা ৷ সংস্থার সদস্যরা প্রতিদিন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন ৷ এরপর সেই আবর্জনা থেকে প্লাস্টিক বর্জ্য আলাদা করে পাঠানো হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে সেগুলি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় ৷ তারপর মেশিনের মাধ্যমে সেগুলো পাউডারে রূপান্তরিত করা হয় ৷
এরপর ওই পাউডার বস্তাবন্দী করে পাঠানো হয় ক্লিন কেরালা কম্পানির প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে ওই পাউডারকে টারের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজে লাগানো হয় ৷ এভাবেই প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে প্রধানমন্ত্রীর প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে পেরনিয়াডের হরিথা কর্মা সেনা ৷