পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জন-আক্রোশ সভায় হার্দিককে থাপ্পড় - hardik

জনসভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে চড় মারলেন এক ব্যক্তি।

হার্দিক প্যাটেল

By

Published : Apr 19, 2019, 11:38 AM IST

Updated : Apr 19, 2019, 12:06 PM IST

আহমেদাবাদ, 19 এপ্রিল : জন-আক্রোশ সভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারলেন এক ব্যক্তি। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

আজ সকালে গুজরাতের সুরেন্দরনগরের এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন হার্দিক। সেইমসয় এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। সজোরে থাপ্পড় কষান হার্দিকের গালে। তাঁকে উদ্দেশ্য করে নানা কথা বলেন। পরে ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় হার্দিকের। এদিকে প্রকাশ্যে নেতার গালে থাপ্পড় পড়তেই উত্তেজিত কর্মী-সমর্থকরা মঞ্চের দিকে ছুটে আসেন। তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এখনও অভিযুক্তের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Last Updated : Apr 19, 2019, 12:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details