দিল্লি, 2 অক্টোবর : নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে আজ দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভে সামিল হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ । হাথরস গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জমায়াতে সামিল হয় বিরোধী রাজনৈতিক দলগুলিও ।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, "ভগবানের কাছে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করি । আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করছি দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা শোনানো হোক । দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এই ধরনের অপরাধমূলক কাজ করার সাহস না পায় ।"
চন্দ্রশেখর আজাদ টুইটে লেখেন, "আমাদের প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত উত্তরপ্রদেশের মুখমন্ত্রী পদত্যাগ করছেন, দোষীরা শাস্তি পাচ্ছে । "
অন্যদিকে গতকাল রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি হাথরসে যাওয়ার চেষ্টা করেন । তাঁদের পথ আটকায় পুলিশ । আটক করা হয় রাহুল-প্রিয়াঙ্কাকে ।
আজ রাজধানীর বাল্মিকী মন্দিরে হাথরসের নির্যাতিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও । তিনি বলেন, "আমাদের বোন যাতে ন্যায় বিচার পায়, তা আমরা নিশ্চিত করব । যতক্ষণ না সে বিচার পাচ্ছে, আমরা চুপ করে বসে থাকব না ।"