দিল্লি, 29 জুলাই : ড্রাগ ডিলার ও ফার্মাসিস্টদের তীব্র আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ারের ক্ষেত্রে কোনও লাইসেন্সের প্রয়োজন নেই। কোরোনা মোকাবিলায় স্যানিটাইজ়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনস্বার্থে এটি সহজ প্রাপ্য করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
1940 সালের ড্রাগস ও কসমেটিক্স আইনের 26বি অনুচ্ছেদ অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রিতে কোনও লাইসেন্স লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার একথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, যে হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি বা মজুদ রাখবে তাকে 1945 সালের ওষুধ ও প্রসাধনী আইন মেনে চলতে হবে।
সোমবার সরকারের এই বিজ্ঞপ্তির পর থেকে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি করার অধিকার নিয়ে যে অস্পষ্টতা ছিল তা মিটে গিয়েছে। সরকারি গ্যাজেটে উল্লেখ রয়েছে, কোনও দোকানে হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি বা মজুদ রাখার জন্য ওষুধ ও প্রসাধনী আইনের অন্তর্গত লাইসেন্সের প্রয়োজন নেই।
ওষুধ বিক্রেতাদের জন্য ধাক্কা