চণ্ডীগড়, 14 সেপ্টেম্বর : অমিত শাহ, রাজনাথ সিংয়ের পর এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে ৷ আজ তিনি বলেন, "যদি পাকিস্তান নিজের ভালো চায়, যুদ্ধ না চায়, যদি ইমরান খান পাকিস্তানের স্বার্থের কথা ভাবেন, তাহলে তাঁর উচিত পাক অধিকৃত কাশ্মীর আমাদের তুলে দেওয়া ৷ "
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে চণ্ডীগড়ে গেছেন রামদাস । সেখানে তিনি আজ বলেন, "পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে সম্প্রতি একাধিক রিপোর্ট সামনে এসেছে ৷ রিপোর্ট বলছে, সেখানকার মানুষ সুখে নেই ৷ তারা পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় ৷ 70 বছর ধরে আমাদের কাশ্মীরের এক তৃতীয়াংশ দখল করে রেখেছে পাকিস্তান ৷ এটা অত্যন্ত গুরুতর বিষয় ৷ "