বেঙ্গালুরু , 12 অগাস্ট : পার্বত্য অঞ্চলে অভিযানে সক্ষম দু'টি লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH) তৈরি করেছে HAL । যুদ্ধকালীন তৎপরতায় তৈরি এই দু'টি লাইট কমব্যাট হেলিকপ্টার লেহ সেক্টরে মোতায়েন করা হয়েছে ।
বায়ু সেনার ভাইস চিফ এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরা , HAL-এর বিমান পাইলট উইংয়ের প্রশাসক সুবাস পি জন-এর সঙ্গে এই হেলিকপ্টারের মহড়ায় অংশ নিয়েছিলেন ।
স্থানীয় হেলিপ্যাডগুলোর মধ্যে সবচেয়ে পিচ্ছিল প্যাডে সফলভাবে অবতরণ করে হ্যাল নির্মিত এই কমব্যাট কপ্টার । এছাড়াও হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রচণ্ড ঠান্ডাতেও সফলভাবে কাজ করতে পারে ভারতীয় বিমান বাহিনীর এই হাতিয়ার ।