দিল্লি, 5 জুলাই : সংসদে আজ পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই বছর বাজেটে বাংলার দিকে নজর দিল কেন্দ্র ।
বাজেটে বাংলা, পণ্য পরিবহনে জোর হলদিয়া-ফরাক্কায় - West Bengal
বাজেটে বাংলার দিকে নজর কেন্দ্রের
![বাজেটে বাংলা, পণ্য পরিবহনে জোর হলদিয়া-ফরাক্কায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3753971-thumbnail-3x2-nirmala.jpg)
বাজেট পেশ
বাজেট পেশের সময় সীতারামন জানান যে টার্মিনাল সেন্টার তৈরি করা হবে । হলদিয়ায় সঙ্গে ফারাক্কায় তৈরী হবে টার্মিনাল লক । জলমার্গ প্রকল্পের মধ্যে পড়বে প্রকল্প দু'টি । 2020 সালের মধ্যে এটির কাজ শেষ করা হবে ।
তিনি আরও জানান, পণ্য পরিবহনের জন্য গঙ্গার গুরুত্ব আরও বাড়ানো হবে । পণ্য পরিবহনের সুবিধা ও খরচ কমানোর জন্য নদী সংযুক্তিকরণ করা হবে ।
এই সবকিছু একটি মাত্র কার্ডের মাধ্যমে হবে । এর সঙ্গে ICMB কার্ডের মাধ্যমে দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহন সম্ভব হবে ।
Last Updated : Jul 5, 2019, 4:10 PM IST