পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংবিধানের মূল প্রতিলিপি এখনও প্রদর্শিত হয় গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারে - ডঃ রাজেন্দ্র প্রসাদ

বছরে তিনবার প্রদর্শিত হয় ভারতীয় সংবিধানের এই মূল প্রতিলিপি ৷

সংবিধানের মূল প্রতিলিপি
সংবিধানের মূল প্রতিলিপি

By

Published : Jan 26, 2021, 3:18 PM IST

গোয়ালিয়র, 26 জানুয়ারি : 1956 সালের 31 মার্চ থেকে এখনও সযত্নে গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারে রাখা রয়েছে ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি ৷ সংবিধানের যে 16টি মূল প্রতিলিপি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো রয়েছে তার মধ্যে একটি হল একটি ৷

সংবিধানের একাধিক প্রতিলিপিগুলির মধ্যে প্রাচীন একটি প্রতিলিপি নিজেদের কাছে রাখতে পেরে অনেকটাই গর্বিত মধ্যপ্রদেশ ৷ গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারের ম্যানেজের বলেন, "আমাদের কাছে ভারতীয় সংবিধানের আসল প্রতিলিপি রয়েছে ৷ এর থেকে বড় গর্বের বিষয় আর কী হতে পারে ! দূর-দূরান্ত থেকে মানুষ এই প্রাচীন সম্পদ দেখতে আসেন ৷"

সংবিধানের এই প্রতিলিপিটি বিভিন্ন দিক থেকে স্পেশাল ৷ এটি এমন একটি প্রতিলিপি যার উপরের স্থরের আবরণ সোনায় বাধানো ৷ মোট 231 টি পাতা রয়েছে এই খণ্ডে ৷ এই খণ্ডে ভারতীয় সংবিধানের ধারা 344 থেকে 351 পর্যন্ত উল্লেখ রয়েছে ৷ পাশাপাশি সংবিধান-সভার 286 জন সদস্যের সাক্ষর রয়েছে ৷ তার মধ্যে রয়েছেন স্বয়ং বি আর আম্বেদকর, ডঃ রাজেন্দ্র প্রসাদ, এবং ফিরোজ় গান্ধির মত বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষর ৷

কেন্দ্রীয় গ্রন্থাগারের ওই ম্যানেজার আরও জানান, "সংবিধানের এই খণ্ডে প্রতিটি অনুচ্ছেদেন শুরুতে বিশেষ প্রতীকী ছবির ব্যবহার রয়েছে ৷ প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সংবিধানের এই খণ্ড দেখতে গ্রন্থাগারে ভিড় করেন, যে সংবিধান এই দেশকে সঠিক পথে চালিত করে ৷ এটি তাদের কাছে গর্বের ৷"

আরও পড়ুন : সাধারণতন্ত্রের ট্যাবলোতেও কোরোনা থেকে রামমন্দির

যদি আমরা ভারতীয় সংবিধানের জন্মলগ্নে তাকায় তাহলে দেখা যাবে, সংবিধানের খসড়া তৈরির কাজ শুরু হয় 29 অগাস্ট 1947 সালে ৷ সংবিধানের সম্পূর্ণরূপে খসড়া তৈরির কাজ শেষ হয় 26 নভেম্বর 1949 সালে, অর্থাৎ প্রায় দুই বছর পর ৷

মোট 284 জন সদস্য সংবিধানের এই খসড়া তৈরির কাজে জড়িত ছিলেন ৷ 1950 সালের 26 জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই সংসদীয় কমিটি সংবিধানকে বাস্তবায়িত করে ৷ সেই সময় সংবিধানের মূল প্রতিলিপি তৈরি করা হয় ৷ তার মধ্যেই একটি খণ্ডের প্রতিলিপি এখনও গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে ৷ প্রতিবছর সাধারণতন্ত্র, সংবিধান ও স্বাধীনতা দিবস এই তিনদিন সংবিধানের এই মূল প্রতিলিপি প্রদর্শিত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details